অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য হলো—
i. স্থির লভ্যাংশ
ii. রূপান্তর যোগ্যতা
iii. ব্যবস্থাপনায় অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ভাসমান বিমাপত্রের সুবিধা হলো-
i. পণ্যের পরিমাণ কমানো বাড়ানোর ক্ষেত্রে বিমা করার সুযোগ পাওয়া যায়
ii. ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়বস্তুর জন্য একটাই বিমাপত্র খোলা হয়
iii. প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করা বেশ সহজ
১২ জুলাই ২০২২ তারিখে জনাব রিয়াজের ব্যাংকে প্রদত্ত চেকটি কোন ধরনের চেক?
সাইফ এন্ড কোং এর মোট স্থায়ী ব্যয় ২০,০০০ টাকা হলে এবং এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৬ টাকা হলে উক্ত কোম্পানির সমচ্ছেদ বিন্দু কত টাকা হবে?
বিমার সূচনা হয় কোন বিমার মাধ্যমে?
ট্রেজারি বন্ড ইস্যুকারী কে?