সরলরেখায় গতিশীল একটি কণা 2m/sec2 সমত্বরণে 30 সেকেন্ড যাবৎ চলে গড়বেগ 60m/sec হলে তার আদিবেগ—
একজন লোক তাঁর কাঁধে আনুভূমিকভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটি লাঠির প্রান্তে হাত রেখে অপর প্রান্তে W ওজনের একটি বস্তু বহন করছে। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের তিনগুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত হবে?
px2+qx+1, qx2+px+1 রাশি দুটির একটি সাধারণ উৎপাদক থাকতে পারে যদি-
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য-
(i) y2 = -2x কণিকে 2
(ii) x2 + 2y2 = 1 কনিকের 1
(iii) x2 - y2 = 1 কনিকের 2
নিচের কোনটি সঠিক?
3x² + 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় α,β হলে-
(i)α+β =-43
(ii) αβ = 13
(iii) α+1 এবং β+1 মূল বিশিষ্ট সমীকরণ 3x2 - 2x = 0
P ও Q(P > Q) বলদ্বয় O বিন্দুতে পরস্পর α কোণে ক্রিয়াশীল-
(i) α = 0 হলে লব্ধি বৃহত্তম হবে
(ii) α = 180° হলে লব্ধি ক্ষুদ্রতম হবে
(iii) P বলের ক্রিয়ারেখা বরাবর তাদের লম্বাংশের যোগফল P + Q cos α