তানভীর স্যার বৈজ্ঞানিক পদ্ধতির কোন কোন বৈশিষ্ট্যের কথা বলেছেন?
i. নিরপেক্ষতাii. পুনরাবৃত্তিiii. সাধারণীকরণ
নিচের কোনটি সঠিক?
জৈবিক দৃষ্টিভঙ্গিকে ভাগ করা যায়-
i. শরীরের ধরন অনুযায়ী
ii. বংশগতির ওপর ভিত্তি করে
iii. মস্তিস্কের অঞ্চলের ভিত্তিতে মোট আয়
সন্তান প্রসবকালে সাহায্য করে কোন হরমোেন?
কোনো তথ্যসারিতে যতগুলো সংখ্যা থাকে তাদের সমষ্টিকে তত দ্বারা • ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কী বলে?
মনোবিজ্ঞানের আলোচনার বিষয় হলো-
i. মানুষের আচরণ
ii. মানুষের সংস্কৃতি
iii. প্রাণীর আচরণ
দুর্জয় তার পিতামাতার কলহের কারণে পিতামাতার আদর-স্নেহ থেকে বঞ্চিত হয় এবং ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশে পালিত হয়। ফলে তার মধ্যে যে সমস্যা দেখা যায়-
i. সামাজিক সম্পর্ক ছিন্ন
ii. অত্যন্ত উগ্রমেজাজি
iii. অন্যদের প্রতি আক্রমণাত্মক