'R' রাষ্ট্রে আছে সংসদীয় ব্যবস্থা, অন্যদিকে 'S' রাষ্ট্রে আছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা। উভয় ক্ষেত্রে কী ধরনের ভিন্নতা দেখা দিবে?
সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান কোনটি?
তথ্য অধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার?
জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলার জন্য নাগরিকদের যা করতে হবে তা হলো-
i. একটি গাছ কাটলে ১০টি গাছ লাগাতে হবে
ii. যে দ্রব্য বা জিনিস হতে কম কার্বন নিঃসরণ হয় সে জিনিসটি কম ব্যবহার করতে হবে
iii. যেসব জিনিস হতে CFC গ্যাস বেশি নিঃসৃত হয় সেসব জিনিসের ব্যবহার পরিমিত করতে হবে .
নিচের কোনটি সঠিক?
'D' রাষ্ট্রের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। আইন পরিষদের অধিবেশন আহ্বান করার ক্ষমতা তাঁর রয়েছে।
'D' রাষ্ট্রের মতো সরকার নিচের কোন দেশে দেখা যায়?
পৌরনীতি ও সুশাসনের সাথে যুক্ত—
i. ই-ব্যাংকিং
ii. ই-কমার্স
iii. ই-গভর্নেন্স