উক্ত দ্রব্যসামগ্রী রপ্তানি করে বাংলাদেশের—
i. জাতীয় আয় বৃদ্ধি পায়
ii. কর্মসংস্থান বৃদ্ধি পায়iii. বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কী বলে?
বর্তমানে শাহ আলম সাহেবের বাসাটি একাধারে-
i. মূলধন
ii. সম্পদ
iii. ব্যবসায় প্রতিষ্ঠান
খাজনার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে জমির যোগান-
i. পরিবর্তন করা যায় না
ii. পরিবর্তন করা যায়
iii. ব্যক্তির জন্য জমির যোগান রেখা স্থিতিস্থাপক
কোন অর্থব্যবস্থায় মানুষের মূলধন এবং প্রকৃতি প্রদত্ত মূলধন বেসরকারি মুনাফা আহরণের জন্য ব্যবহৃত হয়?
মার্শাল সময়ের ভিত্তিতে বাজারকে ভাগ করেছেন-
1. স্বল্পকালীন
ii. দীর্ঘকালীন
III. অতি স্বল্পকালীন