অর্থনীতিতে নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ—
i. অসীম অভাব
ii. সীমিত সম্পদ
iii. সম্পদের বিকল্প ব্যবহার
নিচের কোনটি সঠিক?
"সমাজের অগ্রগতি বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায় তাকে অনুপার্জিত আয় বলে।" উক্তিটি কোন অর্থনীতিবিদের?
একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক?
কৃষক আফজাল মিয়া অন্যের জমিতে মজুরির ভিত্তিতে কৃষিকাজ করে জীবন নির্বাহ করেন। আফজাল মিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
ফার্মে উৎপাদনের ক্ষেত্রে সংগঠক হিসেবে কাজ করেন-
i. উৎপাদনের আবশ্যকীয় উপকরণ
ii. উৎপাদন পরিকল্পনাকারী
iii. উপকরণ সংগ্রহকারী
সৌদি আরবে পাট উৎপাদন হয় না আবার বাংলাদেশে তেল উৎপাদন হয় না। এর ফলে কোনটি সংঘটিত হতে পারে?