কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়?
একই মালিকানা ও পরিচালনায় বিভিন্ন স্থানে শাখা খুলে উৎপাদনকারীর নিজের পণ্য বিক্রয়কারী খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানকে কী বলে?
শিল্পবিপ্লবের যুগে একজন উৎপাদক নিজেই-
i. কাঁচামাল সংগ্রহ করত
ii. পণ্য উৎপাদন করত
iii. স্থানীয় বাজারে বিক্রি করত
নিচের কোনটি সঠিক?
কোন লে-আউটের উদ্দেশ্য সমজাতীয় যন্ত্রপাতিকে এক বিভাগে অন্তর্ভুক্ত করা?
লে-আউট করা হয় প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি-
i. উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য
ii. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য
iii. রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য
উৎপাদককে অগ্রিমমূল্য পরিশোধ করা বণ্টনপ্রণালির কোন ধরনের কাজ?