মাহি একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। চুক্তি মোতাবেক বার্ষিক ৫% হারে প্রতি মাসের শুরুতে ৫,০০০ টাকা করে উত্তোলন করে। তার উত্তোলনের সুদের পরিমাণ কত?
নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?
বিন কার্ডে কী উল্লেখ থাকে?
কোন পদ্ধতিতে সকল আর্থিক বৎসরে অবচয়ের পরিমাণ সমান থাকে?
মজুদ পণ্য কোন ধরনের সম্পদ ?
জনাব সাহেদের ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা। ১০ জানুয়ারি তারিখে পণ্য বিক্রয় করে ১০,০০০ টাকার ১টি চেক পেয়ে ব্যাংকে জমা করেন। ২০ জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে?
i. নগদ টাকা
ii. ব্যাংকে জমা
iii. প্রাপ্য হিসাব
নিচের কোনটি সঠিক?