উদ্দীপকের ধারণাটি-
i. ঘটনাবলি বর্ণনা করার পক্ষে খুবই উপযোগী
ii. পরোক্ষভাবে প্রমাণযোগ্য
iii. বাস্তব প্রত্যক্ষযোগ্য নয়
নিচের কোনটি সঠিক?
যুক্তির মধ্যে রয়েছে-
i. সৌন্দর্যবোধ
ii. নৈতিকবোধ
iii. আকর্ষণবোধ
দুই বন্ধুর সাক্ষাৎ এবং বৃষ্টি হতে পারার বিষয়টি কার্যকারণ সম্পর্কে যে ধারণা দেয়-
i. অজ্ঞতা
ii. অপূর্ণ জ্ঞান
iii. ভ্রান্ত ধারণা
একজন রোগী নতুন স্থানে যাওয়ার পরপরই তার রোগ সেরে গেল। সুতরাং নতুন স্থানের আবহাওয়াই তার মুক্তির কারণ। এ যুক্তিটির যৌক্তিকতা নিরূপণে বলা যায়-
i. এ যুক্তিটি ব্যতিরেকী পদ্ধতি প্রাপ্ত প্রয়োগের উপর প্রতিষ্ঠিত
ii. আরোগ্য লাভের জন্য ঔষধ, পথ্য, সেবা ইত্যাদির কথা না বলে একটি মাত্র শর্তকে সমগ্র কারণ বিবেচনা করা হয়েছে
iii. শুধু স্থান পরিবর্তন রোগীকে আরোগ্য করতে পারে না
এই প্রকার অনুমানের বৈশিষ্ট্য হলো- i. বিশেষ থেকে সার্বিকে গমনii. আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রতিষ্ঠাiii. আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক সিদ্ধান্তনিচের কোনটি সঠিক?
ব্যাখ্যার উদ্দেশ্য হলো-
i. জটিলকে সহজ করা
ii. মনের ভাব প্রকাশ করা
iii. সহজ ঘটনাকে কঠিন করা