উত্তোলনের উপর সুদের হার ধার্য হলে হিসাবের উপর কী প্রভাব পড়বে?
i. অংশীদারদের মূলধনের পরিমাণ হ্রাস পাবে
ii. অংশীদারি মূলধনের পরিমাণ সমান থাকবে
iii. বন্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
যৌথমূলধনী কারবারের আদায়কৃত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এককের নাম-
অসমন্বিত ব্যয় হলো- i. বিলম্বিত বিজ্ঞাপনii. শেয়ার বাট্টাiii. নিট ক্ষতিনিচের কোনটি সঠিক?
একজন কর্মচারীর এপ্রিল মাসের মূল বেতন ৯,০০০ টাকা। বিনা বেতনে ছুটি ভোগ করেন ১০ দিন। ছুটি ভোগ বাবদ কত টাকা কর্তন করতে হবে?
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদনের প্রমাণ সময় প্রতি একক ২০ মিনিট এবং স্বাভাবিক মজুরির হার ১২ টাকা প্রতি ঘন্টা হলে একক প্রতি মজুরির হার কত?
কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কী বলে?