যৌক্তিক সংজ্ঞায় পদের উল্লেখ করতে হয়—
i. বিভেদক লক্ষণ
ii. উপলক্ষণ
iii. আসন্নতম জাতি
নিচের কোনটি সঠিক?
'সবুজ টিয়া' এটি কোন ধরনের অবান্তর লক্ষণ?
উপশ্রেণির একত্রিত ব্যক্তর্থ বিভাজ্য শ্রেণির ব্যক্তর্থের চেয়ে বেশি হলে কোন অনুপপত্তি ঘটে?
আরোহ অনুমানের আশ্রয়বাক্য গুলোর প্রকৃতি কেমন?
কোন সংজ্ঞার মাধ্যমে শব্দকে বৈজ্ঞানিক অর্থে প্রয়োগ করা যায়?
"অতীতে যে অবস্থায় অগ্নি দহন কার্য সম্পন্ন করেছে ভবিষ্যতেও ঠিক একই অবস্থায় অগ্নি দহন করবে"- কোন নীতি একথা বলে?