পরসনের অনুপাত (σ) এর ক্ষেত্রে সঠিক কোনটি?
যদি 1 kWhr এর খরচ 2 টাকা হয়, তবে 2kW ক্ষমতার হিটার 10 ঘণ্টা চালালে খরচ হবে-
ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের বক্রতার . ব্যাসার্ধ নির্ণয় কালে স্ফেরোমিটারের সাহায্যে সমতল ও অবতল তলের রৈখিক স্কেলের পাঠ যথাক্রমে 9mm ও 6mm এবং বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে 96 3 33 পেল। বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 এবং তিন পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 40mm. অবতল তলের বক্রতার ব্যাসার্ধ কত? স্ফেরোমিটারের পীচ = 1mm ।
কোনো তেজস্ক্রিয় প্রারম্ভিক পরমাণু সংখ্যা No অর্ধায়ু ও দিন হলে 15 দিন পর অক্ষত পরমাণু সংখ্যা-
রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
ধীরে ধীরে চাপ বৃদ্ধি করায় কোনো সিস্টেমের চাপ 2 Pa হতে 4 Pa হলো। এক্ষেত্রে সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 200 এ বৃদ্ধি পেলো। সিস্টেমের-
1. সরবরাহকৃত তাপ 200 j
ii. কৃতকাজ শূন্য
iii. তাপমাত্রা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?