সাদমান লিমিটেড নগদান বইয়ে ব্যাংক সুদ ২৫০ টাকার পরিবর্তে ভুলক্রমে ৫২০ টাকা ক্রেডিট করেছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?
মূলধনী খরচ হলো-
i. মেশিন ক্রয়
ii. মেশিনের সংস্থাপন ব্যয়
iii. মেশিনের মেরামত ব্যয়
নিচের কোনটি সঠিক?
উৎপাদনকারী প্রতিষ্ঠানে কয় ধরনের মজুদ পণ্য থাকে?
হিসাবের পাশ বই কোনটি?
হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হলো—
i. সমন্বয় দাখিলা
ii. কার্যপত্র
iii. বিপরীত দাখিলা
প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০টি শেয়ারের বিক্রয়মূল্য ১,০৫,০০০ টাকা, অন্যদিকে ৩০,০০০ শেয়ারের বিক্রয়মূল্য ২,৯৪,০০০ টাকা। বাট্টার পরিমাণ হবে কত টাকা?