বৃত্তাকার পথে 72 km/h সমদ্রুতিতে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 2ms-2 । বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত?
ফেরোমিটারের সাহায্যে ব্যাসার্ধ নির্ণয় করা যায়-
i. উত্তল লেন্সের
ii. অবতল লেন্সের
iii. অবতল দর্পণের
নিচের কোনটি সঠিক?
কোন দুটি সূত্র চল তড়িৎ এর ক্ষেত্রে প্রযোজ্য?
কুলম্ব ও ওহম
গাউস ও কার্শফ
ওহম ও কার্শফ
কুলম্ব ও গাউস
একটি সিলিন্ডারের উপরের প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে নিচের প্রান্তে একটি দ্বন্দ্ব প্রয়োগ করে সিলিন্ডারটিকে এর অক্ষের চারদিকে মোচড়ালে বস্তুতে সৃষ্টি হয় কোনটি?
স্ক্লেরোমিটারের সাহায্যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি হলো-
i. সমতল কাচপাত
ii. লেন্স Y
iii. কাঁটা কম্পাস
দ্বি-চিড় পরীক্ষায় চিড় দুটির ব্যবধান বিগুণ এবং চিড় হতে পর্নার দূরত্ব বিগুণ করা হলে ডোরার প্রস্থ কত হবে?
অপরিবর্তিত থাকবে
অর্ধেক হবে
এক-চতুর্থাংশ হবে
দ্বিগুণ হবে