অভিকর্ষজ ত্বরণ g এর মান কোথায় সবচেয়ে বেশি?
সুহৃদ একটি বাটিতে পানি নিয়ে টেবিলের উপর রেখে দু'দিন পর দেখল যে, বাটিতে পানি নেই। এ প্রক্রিয়াকে কী বলে?
i. বাষ্পায়ন
ii. স্ফুটন
iii. ঘনীভবন
নিচের কোনটি সঠিক?
দ্রুত বেগে গতিশীল কোন গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিক দূরত্ব অতিক্রম করে কেন?
একটি বস্তুর ক্ষেত্রফল বাড়ালে-
i. চাপ কমে
ii. বল বাড়ে
iii. ঘনত্ব বাড়ে
একটি 1.0 HP বৈদ্যুতিক মোটর এবং 1000W এর ইস্ত্রি এর মধ্যে কিভাবে তুলনা করা যায়।
বাষ্পায়নের ক্ষেত্রে লক্ষণীয়-
i. শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
ii. উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বোচ্চ
iii. বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে বাষ্পায়নের হার বেড়ে যায়