নিচের কোন পদার্থের বিভব শক্তি শূন্য?
বাষ্পায়নের ক্ষেত্রে লক্ষণীয়-
i. শূন্যস্থানে বাষ্পায়নের হার সর্বাধিক
ii. উদ্বায়ী তরলের বাষ্পায়নের হার সর্বোচ্চ
iii. বায়ুমণ্ডলের চাপ বৃদ্ধিতে বাষ্পায়নের হার বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
একটি 1.0 HP বৈদ্যুতিক মোটর এবং 1000W এর ইস্ত্রি এর মধ্যে কিভাবে তুলনা করা যায়।
উত্তল লেন্সের আকৃতি কিরূপ?
কোনো বস্তুর তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছে যাওয়ার পরে যত তাপই দেওয়া হোক না কেন তাপমাত্রা বাড়ে না, কারণ-
i. এই তাপ আসলে বস্তুর অবস্থান্তর ঘটাতে কাজে লাগে
ii. এই তাপ আসলে পরিবেশে নষ্ট হয়ে যায়
iii. এই তাপ আসলে বস্তুর অণুগুলোর বন্ধন ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তি প্রদান করে
4 Ω মানের চারটি রোধ সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করলে, এদের তুল্যরোধ কোনটি হবে?