হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতির সংখ্যা কয়টি?
পরিকল্পনা করে সব কাজ করা যায় না। এছাড়া এটা মানুষের সৃজনশীল চিন্তাকেও বাধাগ্রস্ত করে- এটা ভাবেন মি. বণিক। তার ভাবনা মতে পরিকল্পনার সীমাবদ্ধতা হলো-
i. সঠিক পটভূমি সর্বত্র নির্ধারণ সম্ভব নয়
ii. পরিকল্পনা মানুষকে নির্দিষ্ট ছকে গণ্ডিবদ্ধ করে
iii. অনেক বাহ্যিক সমস্যা সমাধানে পরিকল্পনা অক্ষম
নিচের কোনটি সঠিক?
'মাস্টার বাজেট' তৈরি কোন পরিকল্পনার উদাহরণ?
নিম্ন পর্যায় হতে জবাবদিহিতা ক্রমান্বয়ে উচ্চ পর্যায়ে প্রবাহিত হয় যে সংগঠনে তা হলো-
অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলে সুবিধা পাওয়া যায়—i. স্বার্থ রক্ষা করা যায়ii. রাজস্ব হতে মুক্তি পাওয়া যায়iii. অংশীদারের বিরুদ্ধে মামলা করা যায়নিচের কোনটি সঠিক ?
কিসের মাধ্যমে মূলধন গঠিত হয়?