নিচের তথ্যটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :গ্রীষ্মের দুপুরে প্রাপ্ত স্কুল থেকে বাসায় ফির পথে দেখলো রাস্তার ডিভাইডার কিছু গাছ লাগানো আছে। গাছগুলোর পাতা নিস্তেজ ও প্রচুর ধূলাযুক্ত।
গাছগুলোতে শর্করা তৈরির কোন উপাদানের অভাব রয়েছে?
সালোকসংশ্লেষণ স্বাভাবিক গতিতে ঘটার জন্য আদর্শ তাপমাত্রা কত?
নিচের উদ্দীপকের আলোকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
৩০ বছর বয়সী জাকির এর উচ্চতা ১৫০ সে.মি. এবং ওজন ৭০ কেজি।
জাকির এর বিএমআই কত?
এ অবস্থায় জাকির-
i. দেহের ওজন ঠিক রাখবে
ii. বেছে খাদ্য গ্রহণ করবে
iii. নিয়মিত শারীরিক পরিশ্রম করবে
নিচের কোনটি সঠিক?
সুগন্ধির ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়া কোন ধরনের প্রক্রিয়ার?
মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে?