ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫° পূর্ব। দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
গ্রীনিচের (০°) স্থানীয় সময় যখন দুপুর ১২টা তখন ২°পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের স্থানীয় সময় কত হবে?
টাইটানিক জাহাজ হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গিয়েছিল। তোমার মতে হিমশৈল কী?
পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে কত মিনিট লাগে?
জনসংখ্যার ঘনত্ব ও বণ্টনের প্রভাবক কত প্রকার?
শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে—
i. উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায়
ii. বায়ু উপরের দিকে ওঠে
iii. প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়
নিচের কোনটি সঠিক?