নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও : জনাব সাকিব ২/১০, নিট ৩০ শর্তে ১০,০০০ টাকার পণ্য লাকী ব্রাদার্স হতে ধারে ক্রয় করে।
জনাব সাকিব ৩০ দিন অন্তে উক্ত অর্থ পরিশোধ করলে তার ব্যবসায় ঋণ ব্যয় হবে (১ বছর = ৩৬০ দিন)-
বাংলাদেশে কয় ধরনের বিমা প্রতিষ্ঠান লক্ষণীয়?
মেসার্স মন্ডল এন্টারপ্রাইজের ঋণ সংগ্রহ খরচের শতকরা হার কত?
এ ধরনের বিমার খবরে শ্রমিকরা খুশি, এর কারণ-
i. এতে মালিকের দায়মুক্তি ঘটবে
ii. এ জন্য পকেট থেকে তাদের কোনো প্রিমিয়াম দিতে হবে না
iii. মৃত্যু বা দুর্ঘটনাজনিত কারণে আর্থিক দুর্দশার লাঘব ঘটবে
নিচের কোনটি সঠিক?
নিচের কোন ব্যাংকের জন্য SLR রাখা বাধ্যতামূলক?
উদ্দীপকে ঋণ নিয়ন্ত্রণের কোন নীতির কথা বলা হয়েছে?