জনাব রবিনের অনুসৃত লক্ষ্যের সুবিধা হলো—
i . অর্থের সময়মূল্য বিবেচনা করা
ii. নগদ প্রবাহ বিবেচনা করা
iii. ঝুঁকি বিবেচনা করা
নিচের কোনটি সঠিক?
এককালীন অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের বিবেচ্য বিষয় হলো-
i. ভবিষ্যৎ মূল্য
ii. সুদের হার
iii. বৃত্তির পরিমাণ
কোন অবস্থার প্রেক্ষিতে বিমা প্রতিষ্ঠান বোনাস দেয় না?
যে বৃত্তিতে আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ নির্দিষ্ট সময়ের শুরুতে সংঘটিত হয় তাকে কোন ধরনের বৃত্তি বলে?
২০১৭ সালে বিক্রয় হয়েছে ৫০০,০০০ টাকা এবং ২০১৮ সালে বিক্রয় হয়েছে ৬০০,০০০ টাকা। বিক্রয়ের শতকরা বৃদ্ধি কত?
জীবন বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় সর্বপ্রথম কোন কাজটি করতে হয়?