বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?
উপরিউল্লিখিত চিত্রে B অঞ্চলে কোন ধরনের বসতি লক্ষ করা যায়?
দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি স্থানের মধ্যাহ্ন সূর্যের উন্নতি ৩৫° এবং বিষুবলম্ব ১০° দক্ষিণ হলে ঐ স্থানের অক্ষাংশ কত হবে?
পুকুরের চারপাশ ধ্বংস হওয়ার ফলে পরিবর্তন ঘটতে পারে-
i. পুকুরটি নর্দমায় পরিণত হবে
ii. পুকুরটি মজা পুকুরে পরিণত হবে
iii. দীর্ঘমেয়াদে সম্পদ আহরণ ক্ষতিগ্রস্ত হবে
নিচের কোনটি সঠিক?
লামিয়া নিরক্ষীয় অঞ্চলে মামার বাড়িতে বেড়াতে গিয়ে দেখে যে প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। লামিরার দেখা বৃষ্টি কোন ধরনের বৃষ্টিপাত?
মিমি একজন গৃহিণী। তিনি কেক, পুতুল তৈরি করে দোকানে সরবরাহ করে বেশ আয় করেন। মিমির কাজটি কোন শিল্পের অন্তর্গত?