ICB এর পূর্ণরূপ কোনটি?
চলতি মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে রক্ষণশীল নীতির সুবিধা হলো-
i. তারল্য বজায় থাকে
ii. অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পায়
iii. মুনাফার হার হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
একটি কোম্পানি মূলধন সরবরাহ করে থাকে -
আর্থিক কার্যক্রম হতে নগদ আন্তঃপ্রবাহ-
i. শেয়ার ইস্যু
ii. প্রদেয় নোট বৃদ্ধি
iii. লভ্যাংশ পরিশোধ
দীর্ঘমেয়াদি মূলধনের উৎস হলো-
i. ঋণ মূলধন
ii. অগ্রাধিকার শেয়ার মূলধন
iii. সাধারণ শেয়ার মূলধন
বাহক চেক ও হুকুম চেকের মধ্যে পার্থক্য হলো-
i. বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ
ii. বাহক চেকে আবশ্যক না হলেও হুকুম চেক হস্তান্তরে অনুমোদন আবশ্যক
iii. বাহক চেকে দাগকাটা গেলেও হুকুম চেকে তা সম্ভব নয়