'কাঁঠালের আমসত্ত্ব' কথাটির অর্থ কী?
‘দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।'- এটি কী ধরনের বাক্য?
বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত?
কোনো কোনো ক্ষেত্রে কৃৎ-প্রত্যয় যোগ করলে কৃৎ-প্রকৃতির আদিম্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে কী বলে?
ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে?