মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে?
জন্মস্থান নীতির মাধ্যমে নাগরিকতা নির্ধারণ করে—
i. আমেরিকা
ii. কানাডা
iii. কুয়েত
নিচের কোনটি সঠিক?
একটি দেশের দল ব্যবস্থা দ্বারা শুধু সে দেশের রাজনৈতিক দলের উপস্থিতি বোঝায় না। বরং দলব্যবস্থায় বোঝায়—
i. দলের সংখ্যা
ii. দল গঠন
iii. সরকারের সঙ্গে দলের সম্পর্ক
নারী নির্যাতনের কারণ হলো-
i. নারীদের সবল অবস্থানকে মেনে না নেওয়া
ii. নারীরা নিজস্ব বিষয়ে সচেতন থাকায়
iii. নারীর অর্থনৈতিক নিশ্চয়তার অভাব
নিচের কোনটি সঠিক ?
করিম সাহেব গত ৫ বছর যাবৎ আমেরিকায় থাকেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে দুটি সন্তান রেবা ও রুবেল জন্মলাভ করে। এ বছর তাদের একটি পুত্র সন্তান জন্মলাভ করে। যে নীতির ভিত্তিতে করিম সাহেব একই সাথে বাংলাদেশ ও আমেরিকার নাগরিক হবে তা হলো—
i. জন্মসূত্রে
ii. অনুমোদনসূত্রে
iii. জন্ম ও অনুমোদনসূত্রে