বিচারক মি. 'Z' মামলা সমাধানের জন্য কোনো উপযুক্ত আইন না পাওয়ায় নিজের বিচার-বুদ্ধি দিয়ে রায় প্রদান করেন। মি. 'Z' এর রায় প্রদান আইনের কোন উৎসকে ইঙ্গিত করে?
সংসদীয় সরকার নেই কোন দেশটিতে?
ভারতে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান?
কোন শাসনব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্র প্রধান থাকে?
নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান কে?
সংসদীয় সরকারব্যবস্থায় কার নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী?