উক্ত শাসনব্যবস্থাটি জনপ্রিয়, কারণ—
i. ইহা ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ
ii. সেখানে যোগ্যতার চেয়ে সংখ্যার গুরুত্ব দেয় বেশি
iii. সম্প্রদায় ও দলের মধ্যে সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
কিসের ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠে ও টিকে থাকে?
আইন হলো কতকগুলো---এর সমষ্টি?
i. রীতিনীতি
ii. প্রথার
iii. নিয়মকানুনের
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় শাসনকার্যে-
i. জনগণের সকলে অংশগ্রহণ করতে পারে
ii. সকলে মিলে সরকার গঠন করে
iii. শুধু ধনী ব্যক্তিরা অংশগ্রহণ করে
“জনগণের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে রাষ্ট্র উৎপত্তি লাভ করেছে”—এটি কোন মতবাদের মূলকথা?
কোন ধরনের জনমত দ্বারা পরিচালিত?