ব্যবসায়ের পরিবর্তনে জনাব রাতুলের কোন গুণটি লক্ষণীয়?
আফরা গার্মেন্টস ৩০ দিনে ৩০ হাজার প্যান্ট প্রস্তুতের পরিকল্পনা প্রণয়ন করে। কাটিং বিভাগ ২০ দিনের মধ্যে সব কাজ শেষ করলেও উৎপাদন বিভাগ উক্ত সময়ে ১৫ হাজার প্যান্ট তৈরি করে। এখানে সমন্বয়ের কোন নীতিটি লঙ্ঘিত হয়েছে?
তানভীর আহমেদ একটি ক্যামিকেল কারখানায় ব্যবসায় করেন। কারখানার আশেপাশে পরিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে তিনি বেশ সচেতন। কারখানাটিতে এলাকার অনেক লোক শ্রমিক হিসেবে কাজ করেন। উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি পরিবেশের কোন উপাদান বিবেচনা করে গঠন করা হয়েছে?
কোন ব্যবসায়ের আয়তন সবচেয়ে সীমিত?
বহুজাতিক কিংবা Multinational কোম্পানির জন্য কোন পরিকল্পনা সবচেয়ে উত্তম?
মিসেস শায়লা খেজুরের রস থেকে গুড় তৈরি করে নিজস্ব ভ্যানে জেলা শহরে পাইকারি দোকানে সরবরাহ করেন।
মিসেস শায়লা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?