শেয়ারহোল্ডারদের কোম্পানির মালিকানার জন্য প্রদান করা হয়-
উদ্দীপকের প্রথম পর্যায়ে কাদের প্রতি জাওয়াদ সামাজিক দায়িত্ব পালন করেন?
আছিয়া খাতুন একজন গৃহিণী। মেকানিক স্বামী ইয়াকুবের অল্প আয়ে সংসার পরিচালনা করা কিছুটা কষ্টকর। সম্প্রতি সে একটি সমিতির সদস্য হয়। বাড়িতে সিংগারা, সমুচা ও আলুপুরি তৈরি করে সেগুলো বিক্রি করে। আছিয়া কোন সমবায় সমিতির সদস্য হয়?
জনাব আহমদ যেসব প্রেষণা প্রদান করেন তা হলো-
i. উপযুক্ত পারিশ্রমিক
ii. সঠিক নেতৃত্ব
iii. সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের জনাব সুজন ব্যবস্থাপনার কোন কাজটির যথাযথ পালনে সাফল্য আসে?
রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো-
i. ভারি ও মৌলিক শিল্প ii. জনস্বার্থ সম্পৃক্ত প্রতিষ্ঠান
iii. লাভজনক বিনিয়োগ ক্ষেত্র