উদ্দীপকে বর্ণিত মি. 'S'-কে সীমিত অংশীদার হিসেবে গ্রহণ করার কারণ—
i. নতুন পুঁজি পাওয়া যাবে
ii. পরিচালনায় জটিলতা দেখা দিবে না
iii. মুনাফা কম দিতে হবে
নিচের কোনটি সঠিক?
ব্যবস্থাপনার শেষ কাজ কোনটি?
জাহিদ শিল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক। এক্ষেত্রে জাহিদকে বিনিয়োগ পরামর্শ প্রদান করবে কোন সংস্থা?
উক্ত ব্যবস্থায় প্রেষণার ফলে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্র-ছাত্রীদের -
i. মনোবল ভেঙে পড়ে
ii. আত্মসম্মানবোধ বাড়ে
iii. ক্লাসের প্রতি মনোযোগ বাড়ে
ব্যবসায় মুল্যবোধ হচ্ছে—
i. শ্রমিকদের উপযুক্ত মজুরি দেওয়া
ii. শ্রমিকদের কাজ ভাগ করে নেওয়া
iii. উত্তম কার্যপরিবেশ সৃষ্টি করা
রাসেল একজন ফ্রিজ, রেফ্রিজারেটরের মেকানিক। তার নিজস্ব একটি দোকান রয়েছে। কয়েকজন কর্মচারী তার দোকানে কাজ করে। তার কাজের দক্ষতার কারণে গ্রাহকেরা খুবই সন্তুষ্ট বলে ঢাকার বাইরে থেকেও তার কাছে আসে। রাসেলের দোকান কোন কারণে ভালো চলছে?