ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৭২৫০ টাকা এবং মুখ্যব্যয় ব্যবহৃত কাঁচামালের ২.৫ গুণ হলে প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত টাকা?
কোনটি চলতি মূলধনের অংশ নয়?
একটি অংশীদারি ব্যবসায়ে A এবং B দুইজন অংশীদারের মধ্যে ৭ : ৩ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টিত হয়। তারা C কে নতুন অংশীদার হিসেবে নিল। A ১/৭ অংশ এবং B ১/৩ অংশ মুনাফা ত্যাগ করে C কে প্রদান করে। তাদের নতুন মুনাফার অনুপাত কত হবে?
যদি একক প্রতি বিক্রয় ২০ টাকা, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ১২ টাকা, এবং স্থায়ী ব্যয় ৩৫০০০ টাকা হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয়ের একক কত?
কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?
মূল মজুরি ১২০০০ টাকা, ওভারটাইম স্বাভাবিক মজুরির দ্বিগুণ ও স্বাভাবিক কর্মঘণ্টা হলো ২০০ ঘণ্টা। ওভারটাইম মজুরির হার কত?