অহনা সিলেট অঞ্চলে বেড়াতে গিয়ে দেখলো একটি কূপ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। সে তার বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলে যে, এটি বাংলাদেশের একটি প্রধান খনিজ সম্পদ।
অহনার দেখা সম্পদটির নাম কী?
বাজার ধারণায় মৌলিক বিষয়গুলো হলো-
i. চাহিদা
ii. যোগান
iii. সময় এবং দাম
নিচের কোনটি সঠিক?
ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. ধৰ্মীয় বিধিবিধান অনুযায়ী প্রচলিত
ii. সুদ গ্রহণে স্বীকৃতি নেই
iii. যাকাতভিত্তিক বণ্টন ব্যবস্থা
সময়ের মেয়াদে বাজার হলো-
i. অতি স্বল্প সময়ের বাজার
ii. স্বল্প সময়ের বাজার
iii. দীর্ঘ সময়ের বাজার
অধ্যাপক মার্শালের মতে অর্থনীতির মূল উদ্দেশ্য হলো—
i. সম্পদ আহরণ করা
ii. মানুষের কল্যাণ সাধন করা
iii. বেকারদের কর্মসংস্থান করা
প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য হলো—
i. অসংখ্য ক্রেতা
ii. অসংখ্য বিক্রেতা
iii. দ্রব্যের একক সমজাতীয়