মি. কামরান তার সার কারখানা থেকে বিগত তিন বছর থেকে শুধু লোকসানই গুণছেন। তবুও তিনি নিয়মিত কর প্রদান করেন।
-তিনি কর প্রদানের মাধ্যমে ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন?
নৌ বিমার বিষয়বস্তুতে বিমাযোগ্য স্বার্থ থাকে—i. পণ্য প্রেরক বা পণ্যের মালিকের প্রেরিত পণ্যের ওপরii. জাহাজের মালিকের জাহাজ এবং ভাড়ার ওপরiii. বিমাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি স্কেলার রাশি?
আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত?
বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সমিতি কত সালের সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে?
একমালিকানা ব্যবসার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন-i. ব্যক্তিগত উদ্যোগii. স্বাধীনচেতা মনোভাবiii. বৃহৎ পুঁজি ও জনবল