কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে?
ফ্লোচার্টে "O" এই প্রতীকটি কী নির্দেশ করে?
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের উদাহরণ কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:---চাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি আম গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এবছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুব খুশী হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।
৪। উদ্দীপকের আলোকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত?
মাইক্রোপ্রসেসরে হিসাব-নিকাশের মধ্যে রয়েছে-
i. যোগ
ii. বিয়োগ
iii. ভাগ
নিচের কোনটি সঠিক?
কোনটি মৌলিক গেইট নয়?