যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেকট্রোডের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, তবে চার্জ কত হবে ?
এসিড ক্লোরাইড গ্রুপের কার্যকরীমূলকের সংকেত কোনটি?
কোন যৌগে আয়নিক, সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান?
মন্ড প্রস্তুতির জন্য কোনটি কুকিং লিকার হিসাবে ব্যবহৃত হয় ?
অ্যালাইল অ্যালকোহল কোনটি?
1.032g অক্সিজেন ও 0.573g: কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল) ভগ্নাংশ কত ?