মনির তার বন্ধু সবুজের বাসায় বেড়াতে গিয়ে কম্পিউটারে একটি গেমস খেলে ভালো লাগে। এতে তার বন্ধু সবুজের পেনড্রাইভে করে গেইমটি বাসায় এসে কপি করে ইন্সটল করল। তার কিছুক্ষণ পর কম্পিউটারটি রি-লুট হয়ে সংরক্ষিত অনেক ফাইল তার কম্পিউটারে খুঁজে পেলনা। এ সমস্যা তার আইসিটি শিক্ষককে জানালে তিনি প্রতিরোধী সফট্ওয়্যার ব্যবহারের পরামর্শ নিলেন।

 

মনিরের কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে? 

Created: 4 months ago | Updated: 2 months ago

Related Questions