'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে ‘সুমহান প্রতিশোধ' বলতে বোঝানো হয়েছে-
i. দয়ার মনোভাব
ii. ক্ষমাশীলতা
iii. প্রতিশোধপরায়ণ
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
জবের মিয়া দীর্ঘদিন ধরে একটি ঘোড়া দিয়ে ঘোড়ার পাড়ি চালায়। ঘোড়াটি এখন বুড়ো হলেও জবের মিয়া তার যত্ন নেয়। বাড়ির সবাই ঘোড়াটিকে বিক্রি করতে বললেও চাল কেনার টাকা দিয়ে গম-ভুসি এনে খাওয়ায়। বস্তুত জবের মিয়া ঘোড়াটিকে নিজের সন্তানের মতো দেখে ।
উদ্দীপকের ঘোড়াটির সাথে নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের সাদৃশ্য করা যায়-
i. অবদানে
ii. প্রয়োজনীয়তায়
iii. পরোপকারে
কখন ঝিঁঝিঁর ডাক শোনা যায়?
মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেন—
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকার নাম কী ছিল?
সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কী?