তাহেরার চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
'রানার' কবিতায় দায়িত্ব পালনে রানারের অদম্য ও দুর্নিবার ভাবটি ফুটে উঠেছে কোন বিষয়টির মাধ্যমে?
রহমান সাহেব সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে বিপর্যস্ত। তাই বিশ্বস্ত নিকট আত্মীয়ের কাছে টাকা ধার চায়। সেখানে নিরাশ হলে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়।
উদ্দীপকে দুশ্চিন্তার কারণ 'বহিপীর' নাটকে কোন বাক্যটির সাথে সাদৃশ্যপূর্ণ?
উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
বাজারের এক পাশে অনেক মানুষের জমায়েত দেখে এগিয়ে যান রহমান সাহেব। দেখে একটি প্রতিবন্ধী কিশোরকে অনেকে বিরক্ত করছে। কেউ কেউ আবার মজা করছে। তিনি কিশোরটিকে বাড়িতে নিয়ে আসেন। তার বড় ছেলের রজত কিশোরটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব করলে রহমান সাহেব বলেন, “এত বাড়াবাড়ির দরকার নেই।” “এদেরকে সঠিকভাবে চিকিৎসা দিলে এরা স্বাভাবিক জীবন স্রোতে ফিরে আসতে পারে।” এ কথা বলে রজত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ।
রহমান সাহেবের সঙ্গে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
কে বন পেরিয়ে যায়?
উদ্দীপকের রজতের বক্তব্যে ফুটে উঠেছে 'বহিপীর' নাটকের তাহেরার প্রতি হাশেম আলির-
.সহানুভূতি
ii. দায়িত্ববোধ
iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?