চলো, আমরা এগিয়ে যাই।
আমাদের সাথে যাবে বায়ান্নর শহিদ মিনার
যাবে গণঅভ্যুত্থান, একাত্তর অস্ত্র হাতে সুনিপুণ
গেরিলার মতো।
আমাদের সাথে যাবে ত্রিশ লক্ষ রক্তাক্ত হৃদয়।
আমরা ছিনিয়ে আনব বাংলাদেশের বিজয়।
উদ্দীপকটিতে নিচের কোন কবিতার ভাব ফুটে উঠেছে?
উদ্দীপকের মিতুল 'একাত্তরের দিনগুলি' রচনার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
ঝরনার জলে কিসের দল চরে?
ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন ?
'সোনা-রূপায় পাহাড় জমায়' বলতে কবি বুঝিয়েছেন –i. অনেক অর্থ-সম্পদ জমানোii. অনেক গহনা জমানোiii. টাকা-পয়সা ও সম্পদের আধিক্য
নিচের কোনটি সঠিক?
কখন ঝিঁঝির ডাক শোনা যায়?