BSCIC এর কাজের অন্তর্ভুক্ত হলো-
i. শিল্পের জন্য অবকাঠামো গঠনii. মাঝারি শিল্পের রেজিস্টেশন প্রদানiii. শিল্প নগরীতে প্রতিষ্ঠিত শিল্পের ঋণ প্রাপ্তিতে সহায়তানিচের কোনটি সঠিক ?
মেট্রোপলিটন এলাকায় পানি সরবরাহ ও পয়ঃসুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠানটি?
জনাব জহিরুল ইসলাম একজন উদ্যোক্তা। তিনি সমর্থনমূলক সহায়তার উপাদান হিসেবে বিবেচনা করবেন-
i. কাঁচামাল সরবরাহ
ii. অবকাঠামোগত সহায়তা
iii. পণ্য নির্বাচন
নিচের কোনটি সঠিক?
বিশুদ্ধ পরিকল্পনা কোন প্রকৃতির পরিকল্পনা
মি. শাকিল তার সাথে আরও ৬ জন ব্যক্তিকে নিয়ে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। তার কোম্পানির শেয়ার মূলধন ২,০০,০০০ টাকা নির্ধারণ করেন। যার প্রতিটি শেয়ারের মূল্য ১০০ টাকা। মি. শাকিল এককভাবে ২৫% শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দেন। তার শেয়ারের সংখ্যা কত?
কোনটি প্রেষণা দানের অনার্থিক উপায় বহির্ভূত?