বিক্রয়ের উপর মূসক কোন ধরনের আইটেম? (What type of item is the VAT on sale?)
একটি প্রতিষ্ঠানের কোনো দ্রব্যের একক প্রতি বিক্রয়মূল্য ৮০ টাকা; একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৬০ টাকা; স্থায়ী ব্যয় ৭,২০০ টাকা। সমচ্ছেদ বিন্দু টাকায় কত?
নাদিম কোম্পানি লিমিটেডের আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৭,০০,০০০ টাকা এবং আয়কর ২,১০,০০০ টাকা দেখানো হয়েছে। কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর ৫০,০০০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যদি নাদিম কোম্পানি লিমিটেডের সারা বছর ধরে ১,০০,০০০ সাধারণ শেয়ার বিলিকৃত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত হবে?