একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক, সমাপনী মজুদ ৮০০ একক এবং বিক্রয় ৬,২০০ একক। যদি উৎপাদন ব্যয় ৬০,০০০.০০ টাকা হয় তবে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত টাকা?
চলতি সম্পদ ও চলতি দায়সমূহের সম্পর্ক হলো ---- অনুপাত।
৩০.০৪.২০২৩ তারিখে খান ব্রাদার্স কোম্পানির নগদান বইয়ে ডেবিট ব্যালেন্স হলো ১৫০০ টাকা। ১০০ টাকার চেক জমাকৃত কিন্তু নগদায়ন হয়নি এবং ১৫০ টাকার চেক ইস্যুকৃত তবে উপস্থাপিত হয়নি। পাস বইয়ে স্থিতির পরিমাণ কত টাকা?
ব্যবসায়িক লেনদেন পর্যালোচনার পর হিসাববিজ্ঞান পদ্ধতির কোন পদক্ষেপ গ্রহণ করা হয়?
আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
রেওয়ামিল প্রস্তুতকরণ
লেনদেনসমূহ জাবেদাভুক্তিকরণ
খতিয়ানভুক্তিকরণ
কার্যপত্রে কোনটি লিপিবন্ধ হয় না?
দু'তরফা দাখিলা পদ্ধতির জনক হলেন-