একটি ব্যারোমিটারে পাঠ 76cm পারদ দন্ড পাওয়া গেল। ঐ চাপ kg/cm2 এককে কত ?
1.033kg/cm²
2.033 kg/cm²
3.033 kg/cm²
4.033 kg/cm²
কোনো রেখার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যথাক্রমে L ও D হলে, হ্রাসকৃত বিয়ারিং কত হবে ?
0- tan-1LD
0- cos-1LD
0- tan-1DL
0- cos-1DL
রিলিফ উপস্থাপনে কোনটি ব্যবহার হয় না ?
সমুদ্র তল হতে ৫৫০ মিটার উচ্চতায় একটি ভূমির উপর রেল লাইনের দৈর্ঘ্য মাপা হলো ৭২০ মিটার। যদি পৃথিবীর গড় ব্যাসাধ্য ৬০৭২ কি.মি. হয় তবে সমুদ্র সমতলে রেললাইনের দৈর্ঘ্য কত হবে?
লোনাক্রান্ত ভূমি উদ্ধারের জন্য (Reclamation of salt affected land) সাধারণত কোন পদ্ধতিটি ব্যবহার হয় না?
লিচিং
মানচিং
উচিং
উন্নতমানের কর্ষনের মাধ্যমে
সুদীর্ঘ সময়ে ২০০০ হেক্টর ক্ষেত্রফল বিশিষ্ট ক্যাচমেন্ট এলাকার খাল ক্ষরণের তথ্যাদি হতে প্রাপ্ত গড় ক্ষরণের পরিমাপ ১ মিটার/সে. পাওয়া গেল। যদি উক্ত ক্যাচমেন্ট এলাকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০ সে.মি. হয় তবে গড় বার্ষিক রান অফের পরিমাণ কত?