নিচের প্রশ্নসমূহে প্রদত্ত বিকল্পসমূহ হতে বিসদৃশ শব্দটি বের করঃ
X ২০০ মিটার দৌড় সম্পন্ন করে ২৫ সেকেন্ডে এবং Y তা করে ২৮ সেকেন্ড । Y কে X দত দূরত্বের ব্যবধানে পরাজিত করে ?
আনিস উত্তর দিকে ২০০ মিটার হেটে ডান দিকে ঘুরে ১০০ মিটার হাটবো এরপর বাম দিকে ঘুরে ৫০ মিটার হেঁটে আবার বাম দিকে ঘুরে আরো ১০০ মিটার হাটলো । আনিস যাত্রা শুরুর স্থান কে কত দূরে অবস্থান করেছে?
একটি পাত্রে পানি ও সিরাপ ৩ঃ ৫ অনুপাতে মিশ্রিত রয়েছে । কতটুকু মিশ্রণ উঠিয়ে নিয়ে তার পরিবরর্ত পানি যুক্ত করলে তরল দুটির অনুপান ৫০ঃ৫০ হবে?