Y দ্রব্যের দাম বৃদ্ধি পেলে X দ্রব্যের চাহিদা হ্রাস পায় । সুতরাং X এবং Y পরস্পর -
মনে কর, চালের চাহিদার আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক। তবে চাল কী ধরণের দ্রব্য?
একাটি নির্দিষ্ট বৎসরে একটি দেশের কৃষকেরা শুধু উৎপাদন করে যা তার ৫ কোটি টাকায় আটা উৎপাদনকারীর নিকট বিক্রি করে; আটা উৎপাদনকারীর উৎপাদিত আটা ৬ কোটি রুটি উৎপাদনকারীদের নিকত বিক্রি করে; রুটি উৎপাদনকারীরা ভোক্তাদের নিকট ৭ কোটি টাকার রুটি বিক্রি করে। এ কার্যক্রমের ফলে GDP হবে,
আর্থিক GDP থেকে প্রকৃত পাওয়ার জন্য আমরা-
প্রতিটি ২০ টাকা করে ফার্ম ১০০ ইউনিট দ্রব্য বিক্রি করে ফার্মটির গড় স্থির খরচ ৩ টাকা এবং গড় পরিবর্তনীয় খরচ ৫ টাকা । ফার্মটির মুনাফা কত?
একটি বানিজ্যিক ব্যাংক কিভাবে অর্থনীতিতে অর্থ সরবরাহ বাড়ায়?