P, Q ও S একটি অংশীদারি কারবারের অংশীদার। P, Q ও S-এর মূলধন যথাক্রমে ২৫০,০০০ টাকা, ৩২০,০০০ টাকা এবং ১৮০, ০,০০০ টাকা। S ব্যবসায় পরিচালনা বাবদ ৬০,০০০ টাকা বেতন পাবে। ব্যবসায়ে ২১০,০০০ টাকা লাভ হলে, বছর শেষে S মোট কত টাকা পাবে?
Beta Car Wash Co. গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৭ টাকা চার্জ করে। ঐ মাসে কোম্পানির ৮৩ টাকা ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ খরচ হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ হয়নি। ঐ মাসে বিটার নিট আয় বা লোকসান কত?