নিম্নলিখিতগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবই কোম্পানির শেয়ারহোল্ডারদের ইক্যুইটির অংশ। সেটি কোনটি?
কয়েক বছর আগে DTCL ট্রেডার্স 5,00,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অদ্যাবধি পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ যদি এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, কত লাভ বা ক্ষতি হবে?