পুরাতন আসবাবপত্র বিক্রয়' কোন ধরনের নগদ প্রবাহ?
একটি মজুত পণ্যের ক্রয়মূল্য এবং বাজারমূল্য যথাক্রমে ১৫,৫০০ টাকা এবং ১২,৫০০ টাকা, যা বছর শেষে মজুত পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসায় মুনাফার ওপর কী বিরূপ প্রভাব ফেলবে?
সান-ফ্লাওয়ার কোম্পানির একটি নির্দিষ্ট সময়ের বিক্রয়ের পরিমাণ ১,২৫,০০০ টাকা; প্রাপ্য হিসাবের বিপরীতে নগদ প্রাপ্তির পরিমাণ ৫০,০০০ টাকা; খদ্দেরকে বাট্টা প্রদানের পরিমাণ ২,০০০ টাকা; কু-ঋণের পরিমাণ ৫,০০০ টাকা; এবং প্রাপ্য হিসাবের সমাপনী জেরের পরিমাণ ৯৫,০০০ টাকা হলে ঐ সময়ের শুরুতে প্রাপ্য হিসাবে কত টাকা জের ছিল?
একটি পুরানো গাড়ির পুনঃসংস্করণ ব্যয় উদাহরণ।
নিচের লেনদেনের কোনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না?