2×10-17 C চার্জের একটি কণা 4×10-9Wbm-2 মানের চৌম্বক ক্ষেত্রে স্থির অবস্থায় কত নিউটন (N) বল অনুভব করবে ?
ভূ-সমতলের সাথে 30° কোণে আনত পথে একটি 2kg ভরের বস্তুকে 3 ms-2 ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন (N) বল প্রযোগ করতে হবে?
একটি গোলকের ব্যাসার্ধ (2.0÷0.1)m ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত?
5kg ভারের একটি বস্তু 1.2ms-1 বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 0.8ms-11 বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের মত কত Ns হবে?