'এমন মেয়ে আর দেখিনি'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কোনটি শুদ্ধ বাক্য?
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়পূর্ণ
তাহার জীবন সংশয়াপূর্ণ
তাহার জীবন সংশয়ভরা
বিদেশী উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
‘বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানে
আমার বিদেশ যাওয়ার শখ ছেঁড়া চুলে খোঁপা
বাঁধার মতই হাস্যকর'- এ বাক্যে 'ছেড়া চুলে
খোঁপা বাঁধা' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
“বিষবৃক্ষ' (বিষ সদৃশ বৃক্ষ) কোন সমাস?